তাইজুল ইসলাম : হবিগঞ্জ :
হবিগঞ্জ জেলা বানিয়াচং উপজেলার ৪ নং ইউনিয়ন এর ধানমুথুরা গ্রামে শুক্রবার (০৯ মার্চ ২০২৫) বিকালে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে আটক করা হয়েছে। অভিযুক্তরা হলো মোঃ নোফায়েল মিয়া (১৭) ও মোঃ শামীম মিয়া (১৫)। তাদের বিরুদ্ধে ৬ বছরের শিশুকে ১০ টাকার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে।
বাদী মিনারা বেগম (৫৫) অভিযোগে জানিয়েছেন, তার নাতনী মোছাঃ ছায়ারুন আক্তার খেলাধুলার সময় অভিযুক্তরা জোর পূর্বক ধরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে উক্ত দুই কিশোর জোরপূর্বক ধর্ষণ করে এবং পরে মেয়েটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ছায়ারুন কে উদ্ধার করে।
ঘটনার পর, শিশুটিকে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয় মেম্বারসহ গন্যমান্য লোকজনদের সহযোগিতায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় পুলিশ অভিযুক্তদের আইনের আওতায় এনেছে, এবং শিশুটির চিকিৎসার খোঁজ নেয়া হচ্ছে। এ ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো ও সমাজের বিভিন্ন স্তরের লোকজন নিন্দা জানাচ্ছেন, এবং ছাত্র জনতা সরাসরি থানায় গিয়ে পুলিশের সাথে কথা বলেছেন। এবং শিশু ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন।