স জী ম শা ই ন
চোখের ভেতর জ্বলে দ্রোহের অনল
মিছিল থেকে উঠে আসা আগুনের শিখা
ছড়িয়ে পড়েছে শহর থেকে সারাদেশে ।
কোনো বাধা দিয়েও নেভানো যাবে না
সেই আগুনের লেলিহান শিখা।
দেশের মানচিত্র পেরিয়ে যে আগুন গ্রাস করছে দিগন্তকে —
অপশক্তির অডিশন হচ্ছে কোথাও
তার দ্রোহকণা উড়ে এসে পড়েছে
মেহনতি মানুষের শরীরে কিংবা
রক্তলাল চোখের মণিতে স্থির হয়ে আছে
যা নেভানো যাবে না এক সমুদ্র পানি ঢেলেও।
__________________________________
দুর্গাপুর, নেত্রকোনা।