তাছলিমা আক্তার মুক্তা
ফিরবে কি আর সেই শিশুটি
যার জীবন গেলো ঝরে ,
আমরা শুধু হাত পা গুটিয়ে
বিচার চাইবো দ্বারে দ্বারে।
লাভ কি তাতে কে করবে গো
ধর্ষকের বিচার কে দেবে সাজা ,
আমরা নিজের দায় এড়াতে
শুধু মিছিল করবো তাজা ।
যার গিয়েছে সেই তো বুঝে
তাদের কি যে গেলো ,
দেহ লোভী পাপিষ্ঠার কি
সাজা দেওয়া হলো ।
সঠিক বিচার পাবেনা জেনেও
বিচারের আশায় বাঁচে ,
দিন’কে দিন চলছে অপরাধ
বাড়ছে মাসে মাসে ।