✍ জেবুন্নেছা জেবু
রোযা শুধু ইবাদত নয়,
শরীরের তরে উপহার
যেমন জল স্রোতচ্ছাস পায়
স্বচ্ছ হয় তার জলধার।
পরিপাকতন্ত্র খালি থাকে
পায় না জীবাণু শক্তি আসর,
শুস্ক মাঠে বৃষ্টির আগমন
ফিরে আনে সবুজ ঘ্রাণ।
রোযা যেন মায়ের মতো
শরীরকে রাখে যত্নে ভরে,
অতিরিক্ত যা কিছু ক্ষতি
ধুয়ে নেয় সে পবিত্র করে।
রোযা মানেই বিশুদ্ধতা
শরীর মনে আনে নব শক্তি,
আগুনে পুড়লে সোনা হয় খাটি
রোজায় বাড়ে ঈমানের অদম্য শক্তি।।