মোহাম্মদ আবুল কাসেম
আজকে রোজার সাতদিন গেছে
রহমতের দিনে,
আখিরাতে পার পাবো কি
পাপের বোঝা বিনে?
সামনে আসছে বরকতের দিন
প্রস্তুতি কি আছে?
খোদাতায়ালার দিদার পেতে
মন খুশিতে নাচে।
মাগফিরাত তো রয়েই গেলো
আশা অনেক বুকে,
শেষ বিচারে ক্ষমা পাবো
থাকবো স্বর্গে সুখে।
নামাজ পড়ে খোদার কাছে
এই মোনাজাত করি,
রোজা রেখে আমরা যেনো
সুখের প্রাসাদ গড়ি।
হে দয়াময় দয়া করে
করে দিও ক্ষমা,
মুছে দিও আমলনামা
পাপ আছে যা জমা।