-কামাল মাহমুদ জয়
চাঁদনি রাতে হাঁটি একা,
পিছন থেকে আসছে দেখা!
ঠাণ্ডা হাওয়া, গায়ে কাঁটা,
কে যেন বলে, “ওগো সোনা!”
পিছনে ঘুরি, ভূতটা হাসে,
ভাসছে সে হাওয়ার পাশে!
বলল সে, “ভয় পেয়ো না,
তোমায় দেখে লাগল চমৎকার!”
ভয় ভুলে বললাম, “বেশ!
তবে কি প্রেম হবে শেষ?”
ভূতটি বলে, “না গো সাথী,
মরলে তবে হবো তোমার বধূ একসাথী!”