মোঃ শফিকুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
গাজীপুর প্রেস ক্লাব এর উদ্যোগে ক্লাবের প্রয়াত সব সাংবাদিকের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকার শনিবার সন্ধ্যায় ভাওয়াল রাজবাড়ি প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল এ অনুষ্ঠান হয়। গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় সদস্য ডাক্তার মাযহারুল আলম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাছেম বিল্লাহ,,গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা জামায়াত ইসলামীর আমির ড. জাহাঙ্গীর আলম প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সাংবাদিক বৃন্দসহ এলাকায় স্থানীয় লোকজন ও রাজনীতি ব্যক্তি।