✍ আমিরুল ইসলাম জিবন
রাত পুহালেই শুনি— টাকা লাগবে,
শব্দের বদলে হিসেব জাগবে!
নামটি যদি চাও, দিতেই হবে দাম,
নইলে সে খাতায় উঠবে না নাম!
মায়েরও কোলে আজ পয়সার গান,
হাসিটা কেনে যে দামেরই টান!
পথের ভিখারি হাত পেতে রয়,
এক মুঠো ভাতও বিনিময় হয়!
ভালোবাসা চাইলে দিতে হয় মুল্য,
বিনামূল্যে নেই কিছু, করো না ভুল!
বন্ধুত্ব, প্রেম আর স্বপ্নের ছোঁয়া,
সবখানে হিসেব, খরচের গোয়া!
আকাশের তারা মিটিমিটি হেসে,
বলছে— “মানুষ আজ টাকারই বেশে!”
নদীও থেমে যায়, জল চায় দাম,
প্রকৃতিও বুঝি হয়ে গেল নাম!
সাধুর কণ্ঠে আজ চন্দনের গন্ধ,
কিনতে হয় তবু, বাঁচাতে দ্বন্ধ!
প্রার্থনায় ভিজে যায় ভোরের বাতাস,
তবুও দামের খাতা লিখে ইতিহাস!
রাত পুহালেই শুনি— টাকা লাগবে,
নাই বা থাকুক, স্বপ্ন জাগবে!
দুঃখের দেশে আমি রঙিন গান গাই,
হৃদয়ের ভাষা যে বিক্রির নয়!