হালিমা সুলতানা
পরের ঘরের মিষ্টি দেখে
জিবে জলের ছড়াছড়ি,
নিজের ঘরের রসের হাঁড়ি
অতি যত্নে লালন করি।
পরের হাঁড়ি ভাঙার আগে
নিজের হাঁড়ি ভেঙে খাও না,
পরের মিষ্টি ছাঁকতে চাইলে
নিজের ঘরে আগে যাও না।
নিজের মা টা জান্নাতসম
নিজের মেয়ে পরান পাখি,
অন্যের ঘরের মেয়ে দেখলে
নিজ পুরুষত্ব কোথায় রাখি?
নিজের বোনটা কলিজার প্রাণ
বুকের মাঝে বসত গড়ে,
পরের বোনটা মধুর হাঁড়ি
সকলে তাই খামচে ধরে।
নিজের ঘরের সম্মান রাখতে
জীবন দিতে নেই তো মানা,
পরের ঘরের সম্মান দেখলে
পশু গুলো হয় যে কানা।
মধুর হাঁড়ি সবই একি
নিজের কিংবা পরের বলো,
নিজের হাঁড়ি ছেড়ে তবে
পরের ঘরে কেনো চলো?