মোহাম্মদ সহিদুল আলম
ভোর বেলার পাখি তুমি সুন্দর সীমাহীন, তোমায় দেখে মুগ্ধ হই আমি প্রতিদিন৷
তুমি মুক্ত নীলিমায় ছুটোছুটি করো নয়‘তো গাছের ডালে, বিকেলের মিষ্টি রোদে যেন সোনালি পাতাগুলোও জড়িয়ে
রয় তোমায়, সব ভালোবাসা উজার করে।
দৈনন্দিন জীবনে আমরা সবাই ব্যস্ত। তুমিও ব্যস্ত তোমার জীবন তাগিদে, সন্ধ্যা হলে আবার ফিরো তোমার ছোট্ট নীড়ে।
অতঃপর আমি আবারও আগামী দিনের প্রতিক্ষায় রই, কখন রাত পোহাবে, তবেই তোমার দেখা পাবো মিষ্টি
ভোর বেলাতে!
মানুষ আমরা স্বপ্ন নিয়ে বাঁচি, আবার সেই স্বপ্ন প্রকাশ করি হয়‘তো বা কারো কাছে, কিন্তু তোমার স্বপ্ন রয়ে যায় অজানায় অগোচরে!
তুমিও বিধাতার সৃষ্টি, জন্মেছো পাখি হয়ে, তাই তো তোমায় সবাই ভালোবাসে। কেউ কেউ আবার ভালোবেসে বন্দি করে
রাখে! এ যেন এক অভিন্ন ভালোবাসা!
সকলের জানা, বন জঙ্গল, মুক্ত আকাশ তোমার আবাসস্থল। কিছু মানুষ তোমায় এতটাই ভালোবাসে যে, তোমায় মানুষের
ভাষায় কথা বলতে শেখায়, অকৃপণ ভালোবেসে
আসসালামু আলাইকুম প্রিয় কবি গুণীজন। রমজানুল মোবারক। আলহামদুলিল্লাহ। লেখাটি আপনাদের সহ সকলের ভালো লেগেছে এ আমার পরম পাওয়া ও আনন্দের। মনোমুগ্ধকর মিষ্টি শুভেচ্ছা আর ভালোবাসায় ভীষণ খুশি ও অনুপ্রাণিত। সবাইকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা আমরণ। মুগ্ধতায় ভরে উঠুক আপনাদের সকলের কবিতা ও কবিতা ভুবন আর মিষ্টি জীবন। সকলেই দোয়া করবেন আমাদের জন্য। শুভ মিষ্টি বিকেল।
ধন্যবাদ স্বতন্ত্র বার্তার সাথে থাকুন,দেশ বিদেশে তথ্য জেনে রাখুন।