এমরান মাহমুদ প্রত্যয়
নওগাঁর আত্রাই উপজেলাধীন পাঁচুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে দোয়া ও ইফতার মহামিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মার্চ) আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ -৬(আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী উপজেলা জামাতের আমীর খবিরুল ইসলাম।
পাঁচুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শাহিন আহম্মেদের সভাপতিত্বে সেক্রেটারী আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি বলেন,"ইসলামের সঠিক বার্তা ও শিক্ষা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। ইফতার ও দোয়া মহামিলনের মতো অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে চাই।"এ ধরনের অনুষ্ঠান আমাদেরকে ঐক্যবদ্ধ করে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।"
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গুড়নই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা নূরুল ইসলাম। তিনি তার বক্তব্যে রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন,"রমজান মাস তাকওয়া অর্জনের মাস।এই মাসে আমরা আমাদের আত্মশুদ্ধি উন্নতির চেষ্টা করব।
"অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার নায়েবে আমীর আসাদুল্লাহ আল গালিব,সেক্রেটারী ওসমান গণি।
ইফতার ও দোয়া মহামিলে স্থানীয় নেতৃবৃন্দ,সম্মানিত ব্যক্তিবর্গ,জামায়াতে ইসলামীর কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মাগরিবের আজানের সাথে সাথে রোজাদার ব্যক্তিদের ইফতার করানো হয়।