মোছা সামসুন নিহার
আজি এ বসন্তের কহুকহু দিনে
রবো আমি ওগো তব শুধু তোমা বিনে
চারদিকে ঘ্রাণ আসে নানা কুসুমে
কুসুম কলি প্রস্ফুটিত হৃদয় কাননে
মোর বক্ষদেশের হৃদকাননে।
আমি চেয়ে চেয়ে দেখেছি,
কিছু যেন শিখেছি,
হৃদপিণ্ডটা তারে ছিড়ে দিয়েছি!
আমি যেন তারে দিয়েছি।
শেষ তবে বিশেষ করে তমসা রজনী
যেন আমি সর্বহারা সেই চাতকিনী।
দিয়ে দিলাম সপে তোমায় ওগো কুসুমকলি
যত্নে রেখো হৃদপিণ্ড মোর দিওনা তারে কালি।
বড় যত্নে গড়া মোর হৃদ কাননি,
সেখানে যেন আসেনা কখনও ভয়ংকর শকুনি।
দিলাম সপে তোমায় ওগো মোর প্রিয়খনি।
যেন আমি সর্বহারা সেই চাতকিনী!