শাহজাদা নাহিদ
আসছে মাহে রামাদান।
করবেন রব এহসান।
হবে বন্ধী শয়তান।
আসছে শাহরুল ইবাদাত।
আসছে মাহে রামাদান।
করব সেহরি মোরা, করব ইফতার।
পড়ব তারাবীহ মোরা, করব মোনাজাত।
যদি পালন করি মোরা রবের হুকুমাত।
আল্লাহ রহিম তিনি দিবেন রহমত।
আসছে শাহরুল ইবাদাত।
আসছে মাহে রামাদান।
পড়ব তাহাজ্জুদ, করব তেলাওয়াত।
মোদের অশ্রুতে ভিজবে জায়নামাজ।
মোদের মালিক করছেন অঙ্গীকার।
করবেন ইনশাআল্লাহ মোদের মাগফিরাত।
আসছে শাহরুল ইবাদাত।
আসছে মাহে রামাদান।
যদি পারি কু-প্রবৃত্তি করিতে দমন।
যদি সংযমী হই, করি আমল উত্তম।
ইনশাআল্লাহ নাজাত দিবেন মোদের মহান রব।
আসছে শাহরুল ইবাদাত।
আসছে মাহে রামাদান।
আসছে শাহরুল ইবাদাত।