মোঃ আছির আলী ( আসিফ )
মিষ্টি মেয়ে রাগ করে না,
রাগলে তোমায় ভালো লাগে না,
কিনে দিব তোমায় কাতান শাড়ি।।
ছেলে হয়ে রাত্রি জেগে,
কইবো কথা তোমার সনে,
দিও নাতো আমায় আড়ি।।
অফিস ছুটির দিনে,
শাড়ি পরিয়ে তোকে,
নিয়ে যাব রামসাগর।।
সেথায় আছে অনেক পাখি,
ঝাঁক বেঁধে কিচিরমিচির ডাকে,
বসে মেলার আসর।।
হাতে ধরি,পায়ে পড়ি,
করবো না আর দুষ্টুমি,
এনেছি কাতান শাড়ি।।
একটু মুখে হাসো,
আমায় ভালো বাসো,
দিও আমায় মমতায় ভরি।।