লেখক:রামিম আহমেদ
এলো এলো আজ বছর ঘুরে।
মহা মহিম সে রবের তরে ।
এলো এলো আজ বছর ঘুরে ,
মহামহিম সে রবের তরে।
রমজানেরি রোজা,
শোনো শোনো সে সে খবর।
খোলবে আজি রহমতের দরজা।।
নামাজ রোজা আর ইবাদতে ।।
রাঙবেরে মন নতুন সুরে।
এলো এলো আজ বছর ঘুরে।।
রমজান এলো আজ রবের তরে।।
বেহেশতেরি বইবে বাতাস।।
জরো হওয়া সে মলিনতা ,যাবে মুছে যাবে।
থাকবে শুধু রবেরই নাম ,
ইবাদতে সকল চাওয়া চাইব রবের তরে।
এলো এলো আজ বছর ঘুরে ।।
রমজান এলো আজ রবের তরে।।
রমজানেরি মুগ্ধ হাওয়ায়,
বন্ধ হবে সব পাপেরই পথ ।
ইবলিশ শয়তান যত পরবে ধরা ।।
শোনো শোনো আজ সে সে খবর,
ঈমান আনো আর দাও গো সারা।
এলো এলো আজ বছর ঘুরে ,
মহামহিম ঐ রবের তরে ,
রমজান এলো আজ বছর ঘুরে।।
বছর ঘুরে এলো মনের ঘরে।।