কলমেঃ ফ ই ফারুক খান
গ্রাম বাংলার সবুজ শ্যামল বৃক্ষ তরুলতা
ভালোবেসে শেখায় আমাকে স্বাধীনতা
কাঁদা মাটি জল অঙ্গে মেখে লিখি কবিতা
পদতলে পিষ্ট করি সকল মন্দ পরাধীনতা।
আমি কৃষকের সন্তান কৃষি আমার গর্ব অহংকার
ধানক্ষেতের সৌন্দর্য দু-চোখ শীতল করে আমার
মায়ের ভাষায় লিখি গল্প গান এই বাংলার সোনার বাংলা হোক সকলের সমান অধিকার।
গ্রামের মেঠোপথ প্রকৃতির মুক্ত বিশুদ্ধ হাওয়া
কবি মনে কাব্যিক প্রেম সর্বদা করে ধাওয়া
দু’দিনের রঙিন দুনিয়ায় তো কেবলই আসা যাওয়া
ভালোবাসা না দিলে কি যায় ভালোবাসা পাওয়া?
চর কালি বাড়ী, ময়মনসিংহ সদর