গোলাম কিবরিয়া ফারাজ
তোমার চোখে জ্বলছে এক মৃদু আলো,
হৃদয় ভেসে চলে এক অদেখা ছলে।
তোমার শরীর অঙ্গ গোপন রহস্যের ঢেউ,
স্বাধনা চক্রে বন্দি, এক অমৃতসন্ধান।
তুমি তোমার কামনাকে সযত্নে ধারণ কর,
স্বধা চক্রে বন্দি করে, চুপিসারে বসে মন্ত্র।
অজ্ঞাত সৌন্দর্যে হৃদয় হারিয়ে যায়,
তোমার গোপন বাসনা সব এক নিঃশ্বাসে ভেসে যায়।
হৃদয় গভীরে এক দুষ্টু খেলা,
কোনো সুর, কোনো বাঁধা নেই।
প্রকাশ্য কিংবা গোপনে, তোমার কামনা
সব কিছুই এক শাশ্বত দ্যুতি হয়ে ওঠে।
তবে, সমস্ত কিছু নিরব হয়ে যায়,
এক মুহূর্তে শান্তি মেলে, এবং হারিয়ে যায়।
স্বধা চক্রে তুমিই সর্বোত্তম,
বন্দি হয়ে থাকো, চিরকাল এক নিরব সুরে।