এম-ডি মনিরুজ্জামান
জমকালো আয়োজনের মধ্য দিয়ে গাজীপুর প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৭ফেব্রয়ারি রোজ বৃহস্পতিবার গাজীপুর কালিয়াকৈর উপজেলার আন্ধার মানিক কবিরপুর এলাকার ফিল্ম সিটির রিসোর্টে এ ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়।
এতে” গাজীপুর প্রেসক্লাবের সদস্য ও- তাদের পরিবারের সদস্যগণ অংশ নেন। সকাল ৯ টায় প্রেসক্লাব চত্বর থেকে বাসে করে ও সদস্যদের ব্যক্তিগত গাড়িতে করে অনুষ্ঠানস্থলে পৌঁছান সকলের পরিবার বর্গ।
সকাল থেকে শুরু হয় বিভিন্ন ধরনের খেলাধুলা। এতে প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন। ফ্যামিলি ডে’র দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকালের নাস্তা ভূনা খিচুড়ি, মধ্যাহ্নভোজে খাসির কাচ্চি বিরানি,সাথে গরুর মাংসের ঝালফ্রাই, সাদা ভাত গরুর মাংস, বোরহানি, জর্দা,ও বিশেষ টিক্কা কোমল পানিও খাবার পরিবেশন করা হয়।
খেলাধুলার মধ্যে ছিল দৌড় প্রতিযোগিতা, বল নিক্ষেপ,মহিলাদের বালিশ খেলা বল ঝুরিতে নিক্ষেপ করা,বালকদের দৌড় ও ছোট সোনা মনিদের বিশেষ খেলা ধুলার আয়োজন করা হয়।
বাংলাদেশ বেতার ও প্রেসক্লাবের সম্মানিত সভাপতি অধ্যাপক মাসুদুল হক এর সভাপতিত্বে, দেশ টিভির জেলা প্রতিনিধি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায়
ফ্যামেলি ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এনামুল হক্ব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আমজাদ হোসেন,সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব আহাম্মেদ। সহ-সংগঠনের সকল কর্মকর্তা ও সকল সদস্যদের উপস্থিতে,
খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন- অতিথিরা ও ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।