মোঃ আহ্সান কবির রিজওয়ান
হিরের খনি হৃদয়ের মনি,
ওরে ময়না পাখি, তোতাপাখি
কাঁন্না করিও না,
ভাল মানুষ জেদ করে না।
কি হয়েছে! কে মেরেছে আমার সোনা মনিকে?
পরে করব বিচার মাইর দিব তাকে।
ক্যাসালির সাথে এখন খেলিও না!
আমি তাকে বুঝাব ওয়ালা,
মারামারি করা ভাল না
পরে এক লগে সবাই মিলে করিও খেলা।
গাছে বেঁধেছি ফুটবল,
একা প্রাকটিস করতে শিখো
সবাই কেমন করে খেলে ওই দিকে নজর দিয়ে দেখো।