স জী ম শা ই ন,
দেবদারু বৃক্ষের মতো মাথা উঁচু করে
স্বপ্ন দেখতে শুরু করলাম আর একাত্মতা ঘোষণা করলাম
তার দেশাত্মবোধের সাথে,
তাঁর বজ্রকণ্ঠে টুকরো টুকরো হলো শোষণের সব প্রহসন।
মানবতার জয় গানে একাকার হলো জাতিসত্তা
বাঙালি জাতি বেছে নিলো
তাঁর রক্ত গরম করা কালজয়ী সেই গান।
তাঁকে আলিঙ্গন করলো চেতনায় জাগ্রত সাহসী সময়,
জাতির কষ্ট কাঁধে নিয়ে সাহস যোগালেন।
দ্রোহের তেজ আমাদের ভেতর জ্বালিয়ে দিয়ে
তুলে নিলেন দায়িত্বভার।
তিনি হয়ে উঠলেন কালজয়ী কবিতার মহান পুরুষ।
খাঁটি বাঙালি বলে চেতনার অস্ত্র হাতে
একাত্তরের রণাঙ্গনে আমরা হলাম সাহসী যোদ্ধা,
জয় পরাজয়ের মুখোমুখি যখন মুক্তির বীজ বপনের কথা
রক্ত মাখা শার্ট লাল সবুজের পতাকা হয়ে ফিরে এলো স্বাধীনতা।
______________________________
দুর্গাপুর, নেত্রকোনা।