✍️জেসমিন জাহান নিপা
বাসন্তি টা আসছে সেজে
ভ্যাপসা গরম আগুনে
কৃষ্ণচূড়ার ফুল ফুটেছে
রং ধরেছে ফাগুনে।।
ফাল্গুনটা বেশ ভয়গুন ঢালে
সুর তুলে যায় কোকিলে
মনটা ছোটে উদাস বনে
যুগল ভ্রমর ডাকি লে।
মহু মহু ফুলের ঘ্রাণে
মাতাল প্রেমিক সৌরভে
বাংলা মায়ের পাগলা বাউল
অহমিকা গৌরবে।
ফুল তুলে যায় খোকা খুকু
কলিটা আজ ছোটরে
সূর্যোদয় বেশ অগ্নি মুখর
ঘুমটা ভেঙে উঠলে।
পলাশ শিমুল বনের ফাঁকে
হালকা পাতলা সেগুনের
পুকুর ধারে ঝটকা বাঁধে
জারুল ফুলটা বেগুনে।
আম্র কানন মুকুল ভারী
আকাশ দারুন নীলাভে
ঋতু রাজে মাতামাতি
হৃদয় যেন বিলাতে।
সাত সকালে উঠেই খেলি
নানা ফুলের বাহারে
মাতাল হাওয়া দক্ষিণা বায়
দারুন দেখায় আহারে।