নিজস্ব প্রতিবেদন
এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগরের ব্যাবস্থাপনায়, HASENE এর সহযোগিতায় ২৫ জানুয়ারি দুপুরে কাপাসিয়ার কোটবাজালিয়ায় দেড় শতাধিক লোকের নিকট রমজানের নিত্যপণ্য সামগ্রী বিতরন করাহয়।
এসময় HASENE প্রতিনিধি দল ছাড়াও উপস্থিত ছিলেন এবি পার্টির সাংগঠনিক সম্পাদক এম আমজাদ খান, গাজীপুর জেলা ও মহানগর আহবায়ক ইন্জি আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম ইকবাল হোসেন, কাপাসিয়া উপজেলার সদস্য সচিব মিজানুর রহমান, যুবনেতা গোলাম রসুল দিনার, ডাঃ রফিকুল ইসলাম, রওশন আলী, ভাওয়াল চাঁদপুর ইউনিয়ন আহবায়ক কফিলউদ্দিন খান, যুগ্ম আহবায়ক ময়েজউদ্দিন পালোয়ান, মজিবুর রহমান, সদস্য সচিব মফিজউদ্দিন মোড়ল সহ স্থানীয় নেতৃবৃন্দ। HASENE এর প্রতিনিধি দল কোটবাড়িয়া আশরাফুল উলুম মাদ্রাসার এতিমখানা পরিদর্শন করে এতিম বাচ্চাদের মাঝে নগর অর্থ ও খেজুর বিতরণ করেন।