নিজস্ব প্রতিবেদকঃ
অশ্রুসিক্ত নয়নে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়া হলো গাজীপুরের জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) মহাপরিচালক আব্দুল রহিম কে। আজ ২৩ শে ফেব্রুয়ারী ২০২৫ ইং রোজ রবিবার বেলা ৪ টার সময় দেখা করতে যান বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, স্বতন্ত্র বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান। কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান কে দেখে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) এর কর্মকর্তা ও কর্মচারীরা কান্নায় ভেঙে পরলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা)একজন কর্মকর্তা চোখ মুছতে মুছতে বলেন, আব্দুল রহিম সাহেব অনেক ভালমানুষ জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) তারমতো মহাপরিচালক পাওয়া ভাগ্য, আমাদের সব সময় বটবৃক্ষের মত ছায়া দিয়ে রাখতো। আজ আমরা মনে হয় সত্যি সত্যি এতিম হয়ে গেলাম, তাকে ছাড়া জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা)শূন্য শূন্য লাগে।আমরা যে কোন কাজে সব সময় তার সহযোগিতা পেতাম, তিনি ঢাকা খামারবাড়ীতে যাবেন ওখানের হাজার মানুষের মন জয় করতে পারবে আমাদের আব্দুল রহিম স্যার।
আমরা সবাই দোয়া করি আব্দুল রহিম স্যার আপনি সব সময় সুস্থ থাকুন আপনার নেক হায়াত কামনা করি।
একজন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি কর্মচারী বলেন, আমাদের আব্দু রহিম স্যার অনেক দিন এখানে আছেন,এখনেই স্যারের প্রমোশন হয়, এখন থেকে প্রমোশন হয়ে ঢাকা খামারবাড়ি যাচ্ছেন, এটা আমাদের গর্ব, আমাদের সাথে কখনো রাগ করে কথা বলিনি, কখনো ধমক দেয়নি, যে কাজটা পারতাম না স্যারে আমাদের বুঝিয়ে করিয়েছেন স্যার, আজ চলে যাবে শুনে মনটা খারাপ হয়ে গেলো স্যার যেখানে থাকবে ভালো থাকবে আমরা সুস্বাস্থ্য কামনা করি।
বিদায়ের আগ মুহূর্তে আব্দুল রহিম বলেন, আজ আমার কর্মস্থালে বিদায়ের কথা শুনে দূর দূরান্ত থেকে অনেক ভাইবোনের এসেছে। যতদিন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমিতে ছিলাম ততদিন সঠিক ভাবে দ্বায়িত্ব পালন করার চেষ্টা করেছি। তারপরও যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করবেন।বিশেষ করে ধন্যবাদ জানাই স্বতন্ত্র বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান কে আজ আমার বিদায়ের কথা শুনে উপহার, সম্মাননা স্মারক নিয়ে এসেছে আমার কাছে। এর চেয়ে বেশি কি আনন্দের হবে পারে আজ কর্মস্থাল থেকে বিদায় নেওয়ায় জন্য চোখে জল থাকলেও একদিকে আবার আনন্দের কারন, সবার এভাবে ভালবাসা ভাবো কোনদিন ভাবিনি,কর্মস্থল থেকে বিদায় নিলেও মনটা পড়ে থাকবে এখানে, সবার ভালোবাসার মাঝে সবার প্রতি রইল আমার ভালোবাসা, সবাই আমার জন্য দোয়া করবেন নতুন কর্মস্থলে যেন সবার সাথে মিলেমিশে থাকতে পারি।