স্টাফ রির্পোটার
হবিগঞ্জে এই প্রথম ২১শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গান-বাজনার পরিবর্তে গজল সন্ধ্যা দিয়ে মাতৃভাষা দিবস উদযাপন করার উদ্যোগ নিয়েছে দিনারপুর সমাজ কল্যান পরিষদ নামের একটি অরাজনীতিক সংস্থা।
‘অপসংস্কৃতি নিপাত যাক, সুস্থ্য সংস্কৃতি জিন্দাবাদ’ স্লোগানকে সামনে রেখে মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হবিগঞ্জের নবীগঞ্জে এক গজল সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে দিনারপুর সমাজ কল্যান পরিষদ এর উদ্যোগে বিকাল থেকে মধ্য রাত পর্যন্ত অনুষ্ঠিত অনুষ্ঠানে গজল পরিবেশন করবেন দেশের বিখ্যাত ইসলামিক শিল্পী জাগ্রত কবি আল্লামা মুহিব খান, উবায়দুল্লাহ্ তারেক, এড. রুকুনুজ্জামান, মুজাহিদুল ইসলাম বুলবুল, কলরবের আবু রায়হান, আবু উবায়দা। এছাড়াও অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করবেন মাওলানা মুফতি রফিক বিন বদরুল হুদা।
সংস্থাটির সভাপতি হাফেজ আব্দুল কাইয়ুম বলেন, জলোচ্ছ্বাসের মতো ধেয়ে আসা অপসংস্কৃতির ঢেউয়ে ডুবে যাচ্ছে সমাজ। বাদ পড়ছে না কেউ। তাই ‘অপসংস্কৃতি নিপাত যাক, সুস্থ্য সংস্কৃতি জিন্দাবাদ’ স্লোগানকে সামনে রেখে মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আমরা আমাদের দিনারপুর সমাজ কল্যান পরিষদ এর প্রতিষ্ঠালগ্ন থেকে বাৎসরিক উৎসব গজল সন্ধ্যার মাধ্যমে বর্তমান যুবসমাজকে অপসংস্কৃতি ও অশ্লীলতা থেকে ফিরিয়ে আনতে এই সুস্থ্য ধারার সংস্কৃতির আয়োজন করে থাকি।
সংস্থাটির মাধ্যমে সমাজে অবহেলিত দরিদ্র জনগোষ্টিতে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে কুরবানিতে গরুর মাংশ বন্টন, রমজান মাসে হাজারো পরিবারকে ফুড প্যাকেজিং বিতরন, কন্যা দায়গ্রস্ত পরিবার এবং জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগিদেরকে আর্থিক সহযোগিতাসহ সামাজিক কার্যক্রম চালিয়ে আসছেন বলে জানান সংস্থাটির সভাপতি হাফেজ আব্দুল কাইয়ুম।