• শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

মোঃ হাইউল উদ্দিন খান গাজীপুর ব্যুরো / ৫৭ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

মোঃ হাইউল উদ্দিন খান, গাজীপুর ব্যুরো

গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর উদ্যোগে বার্ষিক ‘মেজবান ও চট্টলা উৎসব’- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরী পূবাইল কলেজ গেট এলাকায় হাসনা হেনা পিকনিক ও সুটিং স্পটে দিনব্যাপী মেজবান ও চট্টলা উৎসবে আয়োজন করা হয় শিশুদের চিত্রাংকন, ঝুড়িতে বল নিক্ষেপ, মহিলাদের মিউজিক্যাল চেয়ার, পুরুষদের হাঁড়ি ভাঙ্গা, র‌্যাফেল ড্র, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। ছিল চট্টগ্রামের মেজবানি খানাপিনার উৎসব। দুপুর ১২টা থেকে খাওয়া-দাওয়া শুরু হয়। চলে বিকাল ৩টা পর্যন্ত।
বিকালে বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর সভাপতি ও শিন শিন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল সাদাতের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য আলাউদ্দিন আহমেদ রাসেলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সমিতির সাবেক সভাপতি ও সাবেক ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ শহীদুল আলম ঝিনুক, সাবেক সভাপতি ও টাওয়েল টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন (সোহেল), সাবেক সভাপতি ও জেসিএল গ্রুপের চেয়ারম্যান এবং ফ্যাশন ফ্লাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকাস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফরিদুল আলম প্রমুখ।
মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক ও গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. দেবজিৎ রায়।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ নাজিম হোসেন, গীতা পাঠ করেন কার্তিক দেবনাথ, ত্রিপিটক পাঠ করেন ভবতোষ তঞ্চজ্ঞ্যা।
এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি-২ এম মাহফুজুর রহমান, সহ-সভাপতি-৩ সরওয়ার জামান,  সহ-সভাপতি-৪ প্রবীর কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক-১ মোঃ শাহাজাহান, সহ-সাধারণ সম্পাদক-২ আহমেদ হোসেন, অর্থ সম্পাদক মোঃ শাহনেওয়াজ তানভীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আবু তাহের, শিক্ষা ও পাঠাগার সম্পাদক মোঃ নাজিম হোসেন, সাহিত্য ও সেমিনার সম্পাদক মোস্তাফা ইকবাল চৌধুরী মুকুল, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ, সাংস্কৃতিক সম্পাদক বৃটেন চৌধুরী, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুনুর রশীদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কামরুন নাহার তানজিনা। নির্বাহী সদস্য ১। কাজী মোজাম্মেল হক, ২। শিমুল বড়ুয়া, ৩। মোঃ মঞ্জুরুল আলম, ৪। মোহাম্মদ জসিম উদ্দিন, ৫। আলাউদ্দিন আহমেদ রাসেল, ৬। আরাফাত সাগর, ৭। মোঃ এজাজুল হক, ৮। মোহাম্মদ ছানাউল্লাহ চৌধুরী, ৯। মোঃ রেজাউল করিম, ১০। মোঃ আজিজুল হক, ১১। মোঃ ইলিয়াস, ১২। মোঃ একরামুল হক ভুইয়া, ১৩। মোঃ শামীমুল হাসান, ১৪। মোঃ নিয়াজউদ্দিন, ১৫। মোঃ মফিজউদ্দিন, ১৬। পিন্টু দাস, ১৭। সৈয়দ আবু সোলায়মান, ডুয়েট স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম (গাংচিল) সহ সমিতির জীবনসদস্য, অতিথিবৃন্দ ও পরিবারের সদস্য মিলে সহস্রাধিক মানুষ। পরে শুরু হয় সংগীতশিল্পীদের পরিবেশনায় চট্টগ্রামের আঞ্চলিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্রয়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। অনুষ্ঠান চলে সন্ধ্যা রাত পর্যন্ত।
এর আগে সকালে সমিতির পক্ষ থেকে সমিতির নেতৃবৃন্দ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাঠে নির্মিত শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, চাটগাঁইয়া বহু পোয়া ঢাহা পড়েদ্দে, খাইবার লাই ভাত নাই, পড়িবার লাই জামা নাই। এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মোসলমান আছে এবং আর মন্ত্রণালয়ত্তুন বা সমাজকল্যাণ মন্ত্রণালয়েও আরা কিছু বৃত্তি দেই। ছোট এমাউন্ট দিই। ওরা কিছু বই কিনতে পারিবো, জামা কিনিতে পারিবো। অনরা সমিতির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করিবেন। আরার চট্টগ্রামের যেসমস্ত ছাত্র মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউভার্সিটি, টেকনিক্যাল ইন্সটিটিউটে পড়ে আরা তাদের লাই সহযোগিতা করিবার লাই তৈরী আছি।
বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‌‘আমরা যারা উপদেষ্টা আছি, তারা শুধু চট্টগ্রামের জন্য নয় বরং বাংলাদেশের জন্য কাজে নেমেছি। আমরা ক্ষমতা নিতে নয়, দায়িত্ব পালন করতে এসেছি।’
চট্টগ্রামের ভাষা রক্ষার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, চট্টগ্রামের জনগণ যে ভাষায় কথা বলেন তার মধ্যে ইংরেজি, আরবি, পর্তুগিজ, আরাকানিজ ভাষার সংমিশ্রণ দেখা যায়। মাতৃভাষা দিবসে বলতে চাই চট্টগ্রামের ভাষা একটি অন্যতম শ্রেষ্ঠ ভাষা।
তিনি বলেন দেশের অন্যান্য জায়গার মতো গাজীপুরে চট্টগ্রামের মানুষ বিভিন্ন স্বনামধন্য ব্যবসার সাথে জড়িত হয়ে দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রেখে যাচ্ছে।
তিনি আরো বলেন, বায়ান্নোর ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে অনেকেই শহীদ হয়েছেন। তবে চব্বিশে যারা প্রাণ দিয়েছেন তাদের বেশির ভাগই তরুণ। বাংলাদেশের জনগণের যখন নিঃশ্বাস বন্ধ হবার মতো অবস্থা; কোন কিছু করতে পারছিলো না ঠিক সে সময়ই তরুণরা আমাদের পরিত্রাণ দিয়েছে- করেছে মুক্ত।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, চট্টগ্রাম একদিকে যেমন অলি- আউলিয়ার দেশ অন্যদিকে শেফালী ঘোষ, শ্যাম সুন্দর বৈষ্ণব, রমেশ শীলদের জন্ম আমাদের গর্ব।
তিনি বলেন, চট্টগ্রামের সমস্যা বলি আর গর্ব বলি তারা মেজবান ছাড়া কিছু বোঝে না। মহেশখালী পান বিশেষ গুণসম্পন্ন এবং জিআই পণ্য। এখানকার পানের যে গুণ আছে তা দেশের অন্য কোন পানে সে ধরণের গুণ নাই। মহেষখালীর পান আমাদের সম্পদ আর তা রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭