মো. নজরুল ইসলাম
সাম্প্রদায়িক উস্কানি ভাই
কোনো ধর্মে পাই,
স্বাধীনতার পক্ষে ধর্মের
হিংসা বিদ্বেষ নাই।
সবাই মিলে গড়বো এদেশ
দেশপ্রেমিক লোক চাই,
অধীনতার জিঞ্জির ভেঙে
স্বাধীনতা পাই।
স্বাধীনতার মান বাঁচাতে
গাফিলতি নয,
লক্ষ প্রাণের বিনিময়ে
দেশটি স্বাধীন হয়।
স্বাধীনতার দুষমন যারা
মুখোশ পড়ে রয়,
ষড়যন্ত্রের শনির আখড়া
মাথা তুলার ভয়।
তিরিশ লক্ষ শহীদ হলো
স্বাধীন হলো দেশ,
জীবন দিয়ে রাখবো ধরে
শত্রু করবো শেষ।
স্বাধীন বাংলার স্বাধীনতা
রক্ষা করবে তাই,
দেশটা মোদের মাতৃভূমি
মায়ের মতো ভাই।