মাহমুদা চৌধুরী
মাতৃভাষা রক্ষার জন্য যারা
দিয়েছিলে আত্ম বলিদান,
ভাষা দিবসে শ্রদ্ধা জানাই
তোমাদের গাহি জয়গান।
হায়েনারা আমাদের মুখের ভাষা
কেড়ে নিতে চেয়েছিল,
বাংলার বীর সন্তানেরা তাইতো
বুকের রক্ত ঢেলেছিল।
ওরা মায়ের ভাষায় কথা বলতে
দিবেনা তাই কি হয়?
শহীদ ভাইয়েরা লড়েছিল প্রাণপণে
ছিনিয়ে আনতে জয়।
রফিক, শফিক, জব্বার, বরকত
আরো কতশত ভাই,
নেমেছিল রাজপথে বলেছিল
রাষ্ট্রভাষা বাংলা চাই।
ভাষার তরে শহীদ হয়েছিল
ওরা ছিল ভাষা যোদ্ধা,
শহীদ মিনারে ফুল দিয়ে
ওদের জানাই শ্রদ্ধা।