রিদয় ইসলাম
সকালের সূর্য জানিয়ে গেল
বসন্ত এসেছে নতুন রূপে
পাখির ডাকে জানিয়ে গেল
বসন্ত এখন ডালে ডালে।
গাছের ডালে আসতে লেগেছে
রঙে রঙ্গিন করা পত্র
তাতে কৃষ্ণচূড়ার রঙে লেখা
বসন্তের নব পত্র।
দিঘির জলে ঢেউ দিল
বসন্তর বাতাসে
ফুলে ফুলে গেয়ে গেল
বসন্তর আকাশে।