তাইজুল ইসলাম
বিষন্নতা দীর্ঘশ্বাসে পৃথিবীকে অভিশাপ দিতে দিতে
হঠাৎ ধুলোময় রাস্তায় পরন্ত সূর্যে চোখ গিয়েছিল এক রমনির চোখে।
আমি তার চোখে তাকিয়ে একটা চমৎকার দেখলাম
চোখ নামিয়ে চারিপাশ পৃথিবী অন্ধকার দেখলাম
সুপ্ত সুরষি, অসুপ্তে চোখে অন্ধকার নামালো,
চেয়ে আছি
তাকিয়ে আছি
দেখছি, সে দেখছে কি?
কোনো চিন্তা নাই,
হতাশা নাই,
বিচ্ছেদ নাই,
প্রেম নাই
কাম নাই
পরিচয় নাই,
উরানো হৃদয়ে,
পোরানো মনে
পাষান্ডো ভূবনে
ভালোবাসা ফুটলো কি?