মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশন এর ২৫ নং ওয়ার্ডের জনপ্রিয় সাবেক কাউন্সিলর মজিবুর রহমান সরকারের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার ১০.৩০ (১৭ ফেব্রুয়ারি ২০২৫) মিনিটে ভুরুলিয়া আকন্দ স্কুল মাঠে জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে। জানাজা শেষে পারিবারি কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এ সময় তার দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মী ও সকল শ্রেণিপেশার মানুষ জানাজায় অংশ নেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি, শওকত হোসেন সরকার,গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার, সাবেক যুবদলের সভাপতি এডভোকেট মোঃ এমদাদ খান, এডভোকেট শহিদুজ্জামান, এডভোকেট মেহেদী হাসান এলিজ,আহমদ আলী রুশদী সাবেক পৌর ভারপ্রাপ্ত মেয়র আব্দুল করিম, ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, ২৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান আজমল ভূইয়া,সাবেক জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ক ম মোফাজ্জল হোসেন, এডভোকেট আব্দুল সালাম, গাজীপুর জেলা সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মোখলেসুর রহমান, ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ তানভীর আহমেদ, ৩০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো শিপু, ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শাহিন আলম,আমিন আলী সরকার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,, জেলা-মহানগর বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সুধী সমাজ।