ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
এসো দেশ বদলাই ,পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরেগাঁও সদর উপজেলার নারগুন উচ্চ বিদ্যালয় ও নারগুন প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বর্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারগুন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ পয়গাম আলী।
এসময় সাবেক প্রধান শিক্ষক তোফাজ্জ্বল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান,নারগুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলম,সহকারি শিক্ষক আব্দুল জলিল,নারগুন উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র এম এ জুনাইদ কবির সহ নারগুন উচ্চ বিদ্যালয় ও নারগুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিবাকগন।
বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।