আলমগীর হোসেন
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলার স্থানীয় সরকার উপপরিচালক মোঃ ওয়াহিদ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক জনাবা নাফিসা আরেফীন। এছাড়াও সভায় উপজেলার নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটরগণসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক সাবিনা ইয়াসমীন। তিনি গ্রাম আদালতের কার্যক্রম, মামলার অগ্রগতি এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় গাজীপুর জেলার বিভিন্ন ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথি জনাবা নাফিসা আরেফীন বলেন, “যেসব ইউনিয়নে এখনো নিয়মিত এজলাস পরিচালনা করা হয়নি, সেখানে দ্রুত এজলাস স্থাপন করতে হবে। নির্ধারিত দিনে গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তির প্রক্রিয়া আরও সুসংগঠিত করতে হবে। প্রতিটি ইউনিয়ন পরিষদে কজ লিস্ট তৈরি করে মামলার তারিখ নির্ধারণ ও অগ্রগতি পর্যবেক্ষণ করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, গাজীপুর জেলায় গ্রাম আদালতের মামলার সংখ্যা তুলনামূলকভাবে কম। তাই মামলার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিচারিক কার্যক্রম আরও সহজলভ্য করতে হবে, যাতে সাধারণ মানুষ ন্যায়বিচার পেতে পারে। সভায় গ্রাম আদালত আইন ও বিধিমালা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
সমন্বয় সভার পাশাপাশি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও প্রশাসনিক কর্মকর্তাদের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়।
সভার সার্বিক আলোচনায় অংশগ্রহণকারীরা একমত হন যে, গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গ্রাম আদালতকে আরও কার্যকর করে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।