শফিকুল আলম টিটন
কখনো প্রেম মিষ্টি লাগে
কখনো খুব ঝাল লাগে,
মন ভরে যায় আদর পেলে
তখন ভীষণ ভাললাগে ।
প্রেমি যদি মন বোঝে আর
তিক্ততাকে দুর করে,
মনের সাথে আহ্লাদও চাই
পেছনে ঘুর ঘুর করে ।
একটু ছুঁয়ে প্রেমের লাগাম
বলবে তাকে ইশ করে,
যতই দূরে থাকো তুমি
মনটা শুধু মিস করে ।
তুমি আমার মন নিয়েছ
নাওনা এবার আমায়,
ভালোবাসায় হাবুডুবু
গভীর রাতে ঘামায় ।
কখনো মন ফুরফুরা হয়
তখন তোমায় বেশ লাগে,
ভালোবাসার হাতের ছোঁয়ায়
আনমনা মন ফ্রেস লাগে ।।