স্টাফ রিপোর্টারঃ
অর্পিতা সাহিত্য লাইব্রেরীর উপদেষ্টা পরিষদের সাধারণ সভায় সভাপতি নির্বাচিত হলেন কুমিল্লার জেলার কৃতি সন্তান বিশিষ্ট লেখক শিশির রাজন, ও সাধারণ সম্পাদক হলেন স্বতন্ত্র বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান।
গত ২৯ শে জানুয়ারী বিকাল ৪ টার সময় কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় নিজস্ব কার্যালয় ২২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন অর্পিতা সাহিত্য লাইব্রেরীর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোঃ নূরুল ইসলাম খান।
উক্ত কমিটিতে সহ সভাপতি হলেন ঠাকুরগাঁও জেলার কৃতি সন্তান চন্দনা রানী,সুনামগঞ্জ জেলার কৃতি সন্তান এম কামসুল ইসলাম সুহেব,খুলনা জেলার কৃতি সন্তান হৃদয় সানার নাম ঘোষণা করেন।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ঝালকাঠি উপজেলার কৃতি সন্তান এম এইচ মেহেদী হাসান। সাংগঠনিক সম্পাদক হলেন টাঙ্গাইল জেলার কৃতি সন্তান মোঃ শাকিল হাসান। কোষাধক্ষ্য হিসেবে নির্বাচিত হলেন মোঃ শাহরিয়ার বুলবুল, গ্রন্থগার সম্পাদক হলেন রাঙ্গামাটি জেলার কৃতি সন্তান বিথি চাকমা, সাহিত্য সংস্কৃতি সম্পাদক ঢুলপুষির কৃতি সন্তান আকাশ সরকার। সমাজকল্যাণ সম্পাদকের নাম ঘোষণা করেন সিলেটের কৃতি সন্তান বিপ্রজিত দাস প্রান্ত,দপ্তর সম্পাদক হলেন নীলফামারী জেলার কৃতি সন্তান মুন্না রহমান।
সদস্য হলেন বগুড়ার আবু হানিফ আল সৈকত, ময়মনসিংহের রামিম আহমেদ, ঢাকা হাসিব, পাবনা হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জের অনিক পুরকায়স্থ, কোচবিহারে দীপিকা রায়, ময়মনসিংহের আলফিন মল্লিকা, ঢাকার বশির আহমেদ রনি, ঢাকার আহসান, ময়মনসিংহের সারোয়ার হোসেন।
উক্ত সভায় অর্পিতা সাহিত্য লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সভাপতি শিশির রাজন বলেন, আমাদের পদ-পদবী ভিন্ন হলেও কাজ এক। একটি বইপ্রেমি জনগোষ্ঠী তৈরি করা। আমরা দেশের লেখকদের বই আমাদের লাইব্রেরীতে সংগ্রহ করে পাঠকদের কে পড়ার সুযোগ করে দিয়ে একটি আলোকিত সমাজ উপহার দিতে চাই।
অর্পিতা সাহিত্য লাইব্রেরীর নব নির্বাচিত সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান বলেন অর্পিতা সাহিত্য লাইব্রেরী সমস্ত পাঠক ও লেখকদের জানাই আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, আমি শুরুতে ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোঃ নূরুল ইসলাম খান স্যারকে এতো সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার জন্য। আমাকে যে দ্বায়িত্ব দেওয়া হয়েছে আমি সঠিক ভাবে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এই কমিটির মাধ্যমে দেশের লেখকদের বই সংগ্রহ করার পাশাপাশি নতুন লেখকদেরকে বই প্রকাশে উৎসাহ প্রদান করবো যাতে নতুন লেখকরা বই প্রকাশ করতে পারে। বই প্রকাশে যত সহযোগিতা লাগে অর্পিতা সাহিত্য লাইব্রেরী সব রকমের সহযোগিতা করে যাবে এবং সকল সদস্যদেরকে নিয়ে আমরা বাংলাদেশ একটি আদর্শ লাইব্রেরী উপহার দিতে চাই।
অর্পিতা সাহিত্য লাইব্রেরী দেশের সকল বইয়ের কালেকশন রাখার চেষ্টা করবে যাতে এই লাইব্রেরীতে সকল বই পাঠকের হাতের নাগালে থাকে এমন কাজ করে যাবে পাশাপাশি দেশের মানুষকে বই পড়ার উৎসাহ দিবে।