মোঃ হাইউল উদ্দিন খান
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি ২০২৫)সন্ধ্যায় মহানগরের পুবাইল থানাধীন খিলগাঁও উত্তর পাড়া জামে মসজিদের পূর্ব পাশে মহানগর বিএনপি ও যুবদলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর,আলহাজ্ব সুলতান উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার।এ সময় তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বলেন,বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি গণতন্ত্রের প্রবক্তা। তিনি দেশের কোটি কোটি মানুষকে গণতন্ত্রের আশা প্রদান করেন।ষড়যন্ত্রের নায়িকা শেখ হাসিনা, বেগম খালেদা জিয়াকে এতদিন অত্যাচার ও নিপীড়নের মধ্যে রেখে দিয়েছিল।তিনি আরো বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা বিএনপিকে নির্বাচিত করেন তাহলে আপনাদের সকল কষ্ট দূর হবে ইনশাআল্লাহ। এ সময় অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক সহ- সভাপতি মহানগর বিএনপি সৈয়দ মোঃ আক্তারুজ্জামান,গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান,এড. মোঃ লাবিব উদ্দিন সিদ্দিকী, কাজী আজিমুদ্দিন কলেজের অধ্যাপক মোঃ নজরুল ইসলাম।অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন,মোঃ শাহিন মিয়া।অনুষ্ঠানটি উদ্বোধন করেন,মোঃ ফরিদ আলম চৌধুরী।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য,মোঃ আরিফ হোসেন জিয়া।এ সময় আরো উপস্থিত ছিলেন,মহানগর বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সুধী সমাজ।আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।