মোঃ মোবারক হোসেন ভূইয়া
আর কত রক্ত দিলে ছাত্র জনতা
বৈষম্য ঘুচে ফিরবে সমতা।
'৪৭ দেশ বিভাগ হয় যখন
তখনই হয় বৈষম্যের বীজ বপন।
পশ্চিম পাকিস্তানের স্বৈরাচারী শাসকের খেয়াল
দুই প্রদেশের মাঝে উঠায় বৈষম্যের দেয়াল।
চাকরি বাকরি শিক্ষা দীক্ষা সবক্ষেত্রে
বঞ্চিত করা হয় এদেশের ছাত্র জনতাকে।
তার পর আসে মাতৃভাষার উপর আঘাত
শুরু হয় ছাত্র জনতার তীব্র প্রতিবাদ।
রক্ত দিল আমাদের রফিক শফিক জব্বার
শুরু হয় ইতিহাস রক্ত দেয়ার।
তারপর '৭১ এ ত্রিশ লক্ষ ছাত্র জনতা
আবার রক্ত দিল ফিরে পেতে স্বাধীনতা।
এখানেই রক্ত দেয়া শেষ নয়
দেশেই স্বৈরাচারের আবির্ভাব হয়।
'৯০ এ রক্ত দিতে হল আরেকবার
ফিরে পেতে গণতান্ত্রিকঅধিকার।
এত যে রক্ত প্রবাহ ছাত্র জনতার
তবু কেন অধিকার লুণ্ঠিত হয় বারবার।
স্বৈরাচার যায় আসে নতুন স্বৈরাচার
আম জনতার সাম্যতা করে হাহাকার।
শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
রক্তের বন্যায় '২৪ শে হয়, নব্য স্বৈরাচারের পতন।
আর কেউ যেন কেড়ে নিতে না পারে অধিকার
কয়েকজন ছাত্র সমন্বয়ক হয় ক্ষমতার অংশীদার।
আশা করি ছাত্র জনতার বৈষম্যহীন তুখোড় নেতৃত্ব
রক্ত ঝড়ার ইতিহাস চিরতরে করবে সমাপ্ত।