এম এ কবি ফখরুল ইসলাম মামুন
জম্ম দিয়ে মা তুমি,
ধন্য মনে করি আমি।
তোমার জন্য মা আমি,
ভুবনের আলো দেখি।
তোমায় ছাড়া মাগো আমি,
কোমনে বল আজ চলি?
তোমার আঁচলের ছায়ার তলে,
আমি হয়েছি তিলে তিলে বড়।
আমি যখনই অনাহারে ছিলাম,
ছুটলাম তোমার দ্বার।
আমাকে রাখনি মাটিতে তুমি,
পিঁপড়া দিবে কামড় বলে।
আমাকে রাখনি চৌকিতে একা,
পড়ে ব্যাথা পাব বলে।
তোমার অবদান, তোমার ভালবাসা,
অনন্তকাল ধরে ফাঁকা থাকবে।
তোমার অবদান কেউ কি?
কখনো কোন দিন দিতে পারবে?
জম্ম দিয়ে মা তুমি,
করলে সকল সন্তানকে ঋণী।
তোমার ভালবাসাই থাকবে চিরকাল,
সবাই চলাচল পথে ঘাটে মানি।
তোমার জন্য সারাজীবন শ্রদ্ধা সালাম,
আজকের জন্য বিদায় জানালাম।