মোঃ সাইফুল্লাহ সুজন
স্বার্থক জনম আমার
জন্মেছি সোনার দেশে,
প্রাণের চেয়ে ভালোবাসি
মোদের ভাষা ভাষা।
তাজা প্রাণের বিনিময়ে
পেলাম বাংলা ভাষা,
বাংলা আমার অহংকার
তাই করেছি বিনিময়।
শৈশব হতে মা শেখান
অ আ ক খ বর্ণমালা,
মায়ের মতো ভালোবাসি
আমার বাংলা ভাষা।
বিশ্বের অন্যতম ভাষা
যার তুলনা নাই,
একমাত্র রক্ত দিয়ে কেনা
এই বাংলা ভাষা।