_____________// সজীম শাইন,
তোমার নামে লিখে দেবো চন্দ্রিমা উদ্যান
মোনালিসার মুখের হাসিতে যত উপাদান
শুধু বাড়িয়ে দাও তোমার দুটি হাত।
তোমার নামে লিখে দেবো পান্থপথ, হাতির ঝিল
রাজধানীতে আছে যত দেখার মতো মঞ্জিল
শুধু হও যদি জোছনা মাখা রাত।
তোমার নামে লিখে দেবো দোয়েল চত্বর, শিল্পকলা
খুলে যাবে বাংলা একাডেমির বন্ধ যত তালা
মানবো না আর কোনো অজুহাত।
তোমার নামে লিখে দেবো কুর্মীটোলা বিমানবন্দর
প্রিয়ার আদলে পাবো রূপসী বিমানবালার কদর,
তোমাকে পেলেই হবে সব বাজিমাত।
___________________________________