মাফিয়া ময়না
কোন কিছু গড়তে হলে
একতা এক বল চাই,
দশে মিলে একতা এক
মহা শক্তি যে ভাই ।
একের দানই একটা সংখ্যা
বলছি তারে নিচু্,
একের সঙ্গে দশের যোগে
গড়ে অনেক কিছু ।
চেয়ে দেখো সংগঠন সব
কাজে কাজে হয় এক,
সন্দ্বীপ প্র.ঐ.পরিষদকে
উদা-হ-র-ণেই দেখ ।
প্রকল্প -৩ এ মসজিদ গড়ে
ছোট্ট উড়ির চরে ,
সন্দ্বীপ প্র .ঐ. জামে মসজিদ
নামে নামই করে ।
আজি হবে সেই মসজিদের
শুভ তার উদ্ভোধন ,
আদায় করবে নামাজ
ধনী গরিব লোকজন।
সংগঠনের লক্ষ্য বলে
অনাহারির মুখে,
দুটো অন্ন এগিয়ে দেব
থাকতে তারা সুখে ।
অসহায়ের মাঝে দিবে
শিক্ষা উপ-করণ,
অসুস্থ আর অন্য দানে
কাটবে আসা দিন ।