আদনান হাবিব
আমি তোমাকে নিয়ে ভাবছি,
সুখী হবো কি আদ্যো!
নাকি নীরবে কাঁদাবে অবহেলায়।
তবু মন যে পড়ে রয়,
তোমার ভালোবাসার কালবেলায়।
তুমি কি জানো?
তোমার হাসির একটুকু আভা,
আমার জীবনের সমস্ত পূর্ণতা।
তোমার শত আঘাতেও-
যেন কমে না, তোমার প্রতি আমার এই অনন্ত আকর্ষণ।
তুমি কি শূন্যতার বেদনা?
নাকি হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা শত চাওয়া?
তবু আমি থাকি তোমারই অপেক্ষায়,
সুখ, দুঃখ বা অবহেলায়-
তবুও চাই, তোমার ভালোবাসার আশ্রয়।