ফখরুদ্দীন আকবরী
ন্যায়ভ্রষ্ট আইন আর সত্যহীন বিচার
কে কোনটার শিকার বল
কে কোনটার শিকার।
স্কাইপির কথা আর ফরমায়েশি রায়
নীতিহীন নেতার কথায়
দেয় তারা সায়।
আইনের নামে করে জুলুমের চাষ
দায়মুক্তি নিয়ে তাই
করে কারা বাস?
ন্যায় আর ইনসাফ দেয় তাড়িয়ে
জালিমেরা জুলুমকে
দেয় বাড়িয়ে।
কাঁটাতারে ঝুলে থাকে ফেলানীর লাশ
পরীক্ষা ছাড়া দেয়
তারা অটো পাশ।
দায়মুক্তি আইনে শুধু কান্না শুনা যায়
ফাঁসি দিয়ে হত্যা করে
বিরানী খায়।
আবরারকে হত্যা করে ফেলে রাখে লাশ
ক্ষমতা পেয়ে দেয়
আইক্কাওয়ালা বাঁশ।
অবশেষে হাসিনার খেলা হল শেষ
জালিমের জুলুমের
আজো আছে রেশ।