মো. নজরুল ইসলাম
সত্য ন্যায়ের পথের নীতি
সৎ গুণে হও ভালো,
স্রষ্টা নিজে এই জীবনে
জ্বালবে উজ্জ্বল আলো।
ন্যায় নীতি আর নিষ্ঠার সাথে
সঠিক যাহা বলো,
দুইকুল তোমার সুখের হবে
ধর্ম মেনেই চলো।
সকল বস্তুর ধর্ম আছে
অধর্মের নেই মূল্য,
আপন কর্মে ধর্ম বাঁচাও
কর্ম ধর্মের তুল্য।
ধর্ম মেনে কর্ম করলে
জীবন হবে সুখী
অধার্মিকের কর্ম করলে
সংসার হবে দুখী।
ধর্ম মতের পরম গতি
যুক্ত থাকলে ধর্মে,
নিজেকে তাই ভালো পথে
নিয়োগ করো কর্মে।
ধর্মের কর্মে জীবন যাপন
উত্তম মানুষ যাঁরা,
অতি উত্তম সফল জীবন
ভোগ করিবে তাঁরা।