ইয়াসিন আরাফাত
নির্জন আকাশে একলা জ্বলছে,
একটি নক্ষত্র, ক্ষীণ আলোয় টলছে।
চাঁদেরও কাছে তার নেই কোনো ঠাঁই,
কালো অন্ধকারে নিঃশব্দে কাঁদাই।
শত সহস্র তারা মিলে,
আঁকে আলোয় ভরা রঙিন ফসল।
কিন্তু সে একা, একলা নিভৃতে,
তবুও জ্বলে—অশ্রু গোপনে চেপে।
একসময় তারও ছিলো রঙ,
স্বপ্ন ছিলো ভোরের ঢেউয়ে।
আজ সে শুধু অতীতের ছায়া,
ভেসে বেড়ায় নিঃসঙ্গ বয়ে।
কেউ কি দেখে তার হাহাকার?
কেউ কি শোনে তার নিঃশ্বাস?
আকাশের বুকে লিখে যায় ব্যথা,
হারিয়ে যেতে চায়, নিভে যেতে চায়।
তবুও সে জ্বলে, তবুও সে থাকে,
অন্ধকার রাতের নিঃসঙ্গ রাখে।
ভুলে যাওয়া নক্ষত্র, নিভে যাবে যবে,
কেউ কি মনে রাখবে তাকে কবে?