দ্বীপ সরকার, জেলা প্রতিনিধি ময়মনসিংহ :
ময়মনসিংহের হালুয়াঘাটের গাজীরভিটা ইউনিয়ন থেকে ১ হাজার ২০ কেজি জিরা ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি। জব্দ জিরার আনুমানিক মূল্য ১২ লাখ ২৪ হাজার টাকা।
শুক্রবার সন্ধ্যায় বান্দরকাটা বিওপি সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার নিয়ামত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে বেলতলীতে চোরাকারবারিরা ভারতীয় জিরা আনার চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে এসব জিরা জব্দ করা হয়।
জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়নের বান্দরকাটা বিওপির বিজিবির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে এই জিরা জব্দ করে।
এব্যাপারে নায়েব সুবেদার মো. নিয়ামত আলী বলেন, চোরাকারবারিরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ১ হাজার ২০ কেজি জিরা জব্দ করতে সক্ষম হই। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।