মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
শীতে অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন ময়মনসিংহ জেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের সাবেক মেম্বার ও পাগলা থানার বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মোঃ ফেরদৌস আলম মৃধা। মশাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বলদী এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন সাবেক এই মেম্বার। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে ব্যক্তিগত তহবিল থেকে ৪০০ জন সুবিধাবঞ্চিত শীতার্ত এলাকাবাসীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
অপরদিকে বিকালে মশাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আওলাজোর এলাকাতে শীতার্তদের মাঝে ২০০ কম্বল বিতরণ করেন সাবেক মেম্বার ফেরদৌস আলম মৃধা। এদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। গরম কাপড়ের অভাবে শীতের কষ্টে ভোগান্তি বাড়ে শিশু, বৃদ্ধসহ নিম্ন আয়ের কর্মজীবী মানুষজনের। হতদরিদ্র এসব মানুষের, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই। তাদের কথা বিবেচনা করে আজ ৪ নং ওয়ার্ডের মোট ৪০০ জনের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। শীতবস্ত্র বিতরণকালে সাবেক মেম্বার মোঃ ফেরদৌস আলম মৃধা জানান, শীত বাড়িয়ে দিয়েছে মানুষের কষ্ট। শীতে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষের কষ্ট অবর্ণনীয়।তারেক জিয়ার নির্দেশনায় মানুষের সুখে দুঃখে আমরা পাশে আছি পাশে থাকব।তিনি আরও জানান, শীতের তীব্রতায় যাতে মানুষের কষ্ট না হয় তারেক জিয়ার এমন নির্দেশনার আলোকে আমি শীতার্ত মানুষের জন্য কাজ করছি।শীতবস্ত্র নিতে আসা জরিনা বেগম (৫৪) বলেন, শীতবস্ত্র আমাদের খুব দরকার ছিল।কয়কদিন আগে পেলে আরও বেশি ভালো হতো।আঃ জব্বার (৬৫) কম্বল পেয়ে বলেন, শীতে জীবন যায় যায়। আজ রাতে ভালো ঘুম হবে। আল্লাহ উনার ভালো করুন।