আব্দুল হালিম ইবনে জালাল
ভালো বাসা কারে কয় সখি তুমি তো তা জানো,
ভালো বাসা কারে কয় সখি তুমি কি তা মানো?
ভালো বাসা কারে কয় সখি অতৃপ্তই থাকে যা,
ভালো বাসা কারে কয় সখি হৃদয়ের গভীরে তা।
ভালো বাসা কারে কয় সখি একরাশ মুগ্ধতা,
ভালো বাসা কারে কয় সখি এ জীবনের বাস্তবতা।
ভালো বাসা কারে কয় সখি চাতকের মতো যেন,
ভালো বাসা কারে কয় সখি করে না কাজ হেন।
ভালো বাসা কারে কয় সখি যা অবিরাম অন্তহীন,
ভালো বাসা কারে কয় সখি যা কভু হয়না লীন।
ভালো বাসা কারে কয় সখি নিদ্রাহীন কাটা রাত,
ভালো বাসা কারে কয় সখি যা এনে দেয় প্রভাত।