• মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

সংবাদ সংগ্রহে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার সাংবাদিক শাহিন

বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন। / ৩৫ Time View
Update : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি
আলমগীর হোসেন।

গাজীপুরের কোনাবাড়ীর কলেজ গেট এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন স্থানীয় এক সাংবাদিক। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে কোনাবাড়ীর কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে।

মাদক কারবারিদের হামলার শিকার ওই সাংবাদিক হলেন- জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার বিশেষ প্রতিনিধি শাহিনুর রহমান শাহিন। গুরুতর আহত হন সংবাদকর্মী জানান, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল তিন ঘটিকার দিকে কোনাবাড়ীর কলেজগেট এলাকায় সংবাদকর্মীরা মাদক বেচাকেনার খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে মাদক কারবারির ভিডিও ধারণ করে নিয়ে আসেন। সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে কোনাবাড়ীর কলেজগেট মাদক ব্যবসায়ী বাবু ও তার সহযোগী আরো, ৪-৫ জন লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় তারা সাংবাদিককে বেধড়ক পিটিয়ে আহত করেন এবং তাহার নিকট হতে ৩৮হাজার ৯০০ টাকা , ছিনিয়ে নেন পলাতক আসামি,জসিম,মনোয়ার, আনোয়ার। হামলার শিকার গুরুতর আহত সাংবাদিককে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন ভুক্তভোগীর পরিবার। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। চিকিৎসাসেবা চলছে।

এ বিষয়ে গ্রামবাসী ঘটনাস্থল থেকে দুজন আসামীকে ধরে। ৯৯৯ ফোন দিয়ে কোনাবাড়ী মেট্রো থানার এস আই হামিদ ও সক্রিয় ফোর্স এর নিকট দুজন আসামি বাবু, কবির,কে বুঝিয়ে দেন। এসআই হামিদ বলেন বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে কোনাবাড়ী মেট্রো থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১