মোছা সামসুন নিহার
হয় যদি সুজন কেউ
হয় তবে বই,
নিঃস্বার্থে সঙ্গে র য়
উপরে উঠার মই।
আমার সখা বই!
নাই যে তার হিংসা
নাই আছে অভিমান,
কাছে টানলে তারে
পাইব যে সম্মান।
আমার সখা চির অম্লান!
উম্মুক্ত বুকে ভর করে
দীর্ঘপথ দেবো পাড়ি,
কখনও সে উঃ শব্দে
দেবে না কো আড়ি।
আমার সখা উন্মুক্ত সবারি!
নশ্বর ধরাতে নাই বিশ্বাস
যেন, কারো প্রতি,
শুধু বিশ্বাসী মোর সখা
তারে ভালোবাসি অতি।
যেন, মোর সখা নাগের মোতি!