মো.এমরুল ইসলাম
জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
আমরা সবাই এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো,মনোহরদী উপজেলা প্রেসক্লাব একটি আদর্শিক পরিবার,সুখে-দুঃখে আমরা একে-অপরের পাশে থেকে দুর্নীতি মুক্ত মনোহরদী গড়তে সচেষ্ট থাকবো বলে আশাবাদ ব্যক্ত করেছেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এর সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল।
শনিবার(১৮ জানুয়ারি)রাতে উপজেলা সদরের আসমত আলী ভবন প্রেসক্লাব কার্যালয়ে মাসিক সভায় সকল সদস্যদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ ছাড়াও তিনি বাৎসরিক পিকনিক নিয়ে আলোচনা করে সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক আল-মমিন হোসাইন সজিবকে আহ্বায়ক করে পিকনিক বাস্তবায়ন কমিটি গঠন এবং আগামী মাসের ৬-৭ এবং ৮ তারিখে সকল সদস্যদের নিয়ে কক্সবাজার পিকনিক এর সিদ্ধান্ত গ্রহণ করেন।
অত্র প্রেসক্লাবের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আজমেরী সুলতানা,যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন হুসেন,সহ-সাংগঠনিক সম্পাদক আল-মমিন হোসাইন সজিব,ধর্ম বিষয়ক সম্পাদক মাও.মো.এমরুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য মোয়াজ্জেম হোসেন প্রধান,মাও.তৈয়্যবুর রহমান,হুমায়ূন কবীর,পিংকী রাণী দাস,কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক স্বর্ণা আক্তার ও মুতাসিম বিল্লাহ্ শাকিল প্রমূখ।